বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে যমুনা ডেনিমসে শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
১৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও স্টাফরা
expand
১৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও স্টাফরা

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর রোডে অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেডে ১৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিক ও স্টাফরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে এই কর্মবিরতি শুরু করেন তারা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—হাজিরা বোনাস বৃদ্ধি, টিফিন ও নাইট বিল বাড়ানো, নিয়মিত পদোন্নতি ও ইনক্রিমেন্ট কার্যকর করা, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, ঈদ বোনাস বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করা।

এছাড়া আন্দোলনের কারণে কোনো শ্রমিক বা স্টাফকে চাকরিচ্যুত না করার নিশ্চয়তাও দাবি করেন তারা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানানো হলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা শান্তিপূর্ণ কর্মবিরতির পথে হাঁটেন। শ্রমিকদের ভাষ্য, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

কর্মবিরতির ফলে কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে যমুনা ডেনিমস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই মন্তব্য করতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X