বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
expand
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পঞ্চাশজন আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সোনাগাজী উপজেলা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সোনাগাজী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগির সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।

সংঘর্ষের সূত্রপাত হয় আগের কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে। মঙ্গলবার এক গ্রুপ বিক্ষোভ মিছিল করলে পরদিন অপর গ্রুপ পাল্টা কর্মসূচি পালন করে। এসময় জিরোপয়েন্ট এলাকায় মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদল কর্মী ছাড়াও সাধারণ পথচারীরাও আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন অন্তত ১৩ জন। এর মধ্যে দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে।

জেলা ও স্থানীয় নেতারা জানিয়েছেন, ঘটনার তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন