

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনীর সোনাগাজীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভুইয়ারহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ ইয়াবা বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে ধরার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও গোলাম মাওলা মানিক নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক মানিক চরচান্দিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমেদের ছেলে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে পালিয়ে যাওয়া দুজন হলো— একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এবং মাইনকা মাঝির বাড়ির রুহুল আমিনের ছেলে আমির হোসেন মিস্টার।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাইজিদ আকন জানান, আটককৃত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
