মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সদরপুরে ড্রেজার অপসারণ, ১৫০০ ফুট পাইপ ধ্বংস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া
expand
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া

ফরিদপুরের সদরপুরে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার অপসারণ ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আকোটের চর ইউনিয়নের ধোপাডাঙ্গী গ্রামে ও ভাষানচর ইউনিয়নের নলেরটেক গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ড্রেজার ব্যবসায়ী মো. কালাম মিয়ার ড্রেজার অপসারণ করা হয় এবং প্রায় ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়।

এ সময় সদরপুর থানার সেকেন্ড অফিসার মোফলেসুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আকোটের চর ইউনিয়নের ধোপাডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে পুকুরের মধ্যে থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাশের ভাষানচর ইউনিয়নের নলেরটেক এলাকায় ফেলছিলো। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

ড্রেজার ব্যবসায়ী কালাম মিয়া বলেন, ড্রেজারটি আমার পুকুরে চলছিলো। অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে, এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে একটি ড্রেজার অপসারণ ও এক হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X