

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জেলার বিরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মামলার আসামি আলতাফুজ্জামান মিতাকে তার আত্মগোপনস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনা এবং উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিতা সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট দোসরদের সঙ্গে যোগসাজশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছিলেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃত আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন
