রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, গ্রুপ প্রধান নিহত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
রোহিঙ্গা ক্যাম্প
expand
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল গ্রুপের প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–আই এলাকায়। নিহত নুর কামাল ক্যাম্পসংলগ্ন এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, নয়াপাড়া ক্যাম্পে সক্রিয় নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে প্রায় ৫ লাখ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে গুলি চালাচালির ঘটনা ঘটে।

এ সময় নুর কামাল গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে অনেক রোহিঙ্গা পরিবার নিরাপত্তাহীনতায় ঘর ছেড়ে আশপাশের নিরাপদ স্থানে সরে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নয়াপাড়া ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এসব গ্রুপের সংঘর্ষ থামছে না।

এ ব্যাপারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুর কামাল বাহিনীর প্রধান নুর কামাল নিহত হন।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X