

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের কাকারা মৌজার উত্তর পাহাড়তলী বাদশারটেক নামক এলাকায় বনবিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে দুই একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
এসময় অবৈধ দখলে নেয়া বনভূমির জায়গায় লাল পতাকা টাঙ্গিয়ে বনবিভাগের সাইনবোর্ড স্থাপন করে দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এর নির্দেশে এবং কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিটের স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ গ্রহণ করেন।
অভিযানে কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আর.এস-৪৮৫০ ও বি.এস - ১১৫২০ নম্বর দাগের দুই একর বনভূমি জবর দখল করে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন।
কাকারা বনবিট সূত্রে জানা যায়, উদ্বারকৃত দুই একর বনভূমির অনুমানিক দাম ৫০ লক্ষ টাকা।
এ অভিযানে নিরাপত্তা জোরদার করে সম্পূর্ণ এলাকাটি দখলমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনভূমি দখলে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন, যারাই বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমরা চাই সকল বনভূমি উদ্ধার হবে ভবিষ্যতে আর কেউ বনভূমি দখল করতে পারবেনা।
এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. ছাদেকুর রহমান জানান, সংরক্ষিত বনভূমি রক্ষার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগের ভূমি, বনবিভাগ কে ফেরত দিতে হবে। দখল বেদখলের চেষ্টা করলে কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।
মন্তব্য করুন
