রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
উখিয়া সীমান্তে বিস্ফোরণের শব্দ

মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলার বিস্ফোরণ
expand
মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলার বিস্ফোরণ

মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত শুক্রবার রাত ১০ টা ৩৮ মিনিট থেকে রাত ১০ টা ৫৫ মিনিটের মধ্যে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী অঞ্চল থেকে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ১৩ কিলোমিটার ভেতরে মিয়ানমারের বলিবাজার এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মিয়ানমার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ব্যবহার করে দেশটির রাখাইন রাজ্যে সক্রিয় সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে থাকা বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে মোট তিনটি বোমা নিক্ষেপ করা হয়।

বিস্ফোরণের শব্দ সীমান্তবর্তী বাংলাদেশি এলাকায় শোনা গেলেও বাংলাদেশের ভূখণ্ডে কোনো গোলা বা বোমা পতনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ সকল বিওপি ও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে

এ ব্যাপারে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন সত্যতা নিশ্চিত করেন। বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে এর আগেও একাধিকবার সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ সরকার ও সীমান্তরক্ষী বাহিনী গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X