বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত১, আহত ৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায়
expand
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায়

চট্টগ্রামের মিরসরাইয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট–রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরযাত্রী বহনকারী হায়েস গাড়িটি শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নামিয়ে দেন এবং এ সময় দরজা খুলে লাফ দিয়ে নেমে যান। গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হলে তাদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর উঠে গেলে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস একসঙ্গে আসছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দেয় এবং চালক লাফ দিয়ে নেমে যায়। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে।”

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, “দুর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X