রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূজপুর স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে জামাল-মুনসুর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
বাঁয়ে সভাপতি মোঃ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক-মুনসুর আলম
expand
বাঁয়ে সভাপতি মোঃ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক-মুনসুর আলম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভূজপুর স্টুডেন্টস ফোরামের ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মুনসুর আলম।

ফোরামের বিদায়ী সভাপতি উসমান আল মাহাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাসান শামসুদ্দিন, হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. বখতিয়ার উদ্দিন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আহমেদ হানিফ এবং সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ প্রমুখ।

ভূজপুর অঞ্চলের শিক্ষার্থীদের এই ফোরামটি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X