সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল -৩ আসনে জয়নুল আবেদীন-ফুয়াদের মনোনয়নপত্র বৈধ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
জয়নুল আবেদীন ও আসাদুজ্জামান ফুয়াদ
expand
জয়নুল আবেদীন ও আসাদুজ্জামান ফুয়াদ

বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আমার বাংলাদেশ ( এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যাচাই-বাছাই শেষে দুইজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

তিনি জানান, জয়নুল আবেদীন ও আসাদুজ্জামান ফুয়াদের হলফনামায় দেওয়া তথ্য ও জমা দেওয়া নথিপত্রে কোনো ধরনের অসঙ্গতি না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জয়নুল আবেদীন ও তাঁর আইনজীবী এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আইনজীবী উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। আগামী ৪ জানুয়ারি (রোববার) দেশের সব আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, যাচাই শেষে কোনো প্রার্থীর বিষয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X