মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের দায়ে আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
ঝিনাইদহে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের দায়ে আটক ৫
expand
ঝিনাইদহে অবৈধভাবে ভারত থেকে প্রবেশের দায়ে আটক ৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের দ্বায়ে নারী-পুরুষসহ ৫জনকে আটক করেছে বিজিবি । আজ (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় ।

আটককৃতরা হলো- যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের তিলক কুমার পালের ছেলে মোহন কুমার পাল, ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের খোকন কাজীর ছেলে সজিব কাজী (২৩) এবং ঝালকাঠী জেলার রাজাপুর থানার নৈকাঠী গ্রামের এনায়েত হোসেনেরে ছেলে মোঃ জাফরান (৩১) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৬০-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিনজিরাপাড়া গ্রামে থেকে ৫ জনকে আটক করে বিজিবি সদস্যরা । এদের মধ্যে দুইজন নারী ও ৩জন পুরুষ । তারা সবাই বাংলাদেশী নাগরিক আটক।

তিনি আরো জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন