

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে ভারতে পলায়নের সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পুটিয়া গ্রাম থেকে তাদের আটক করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সুলতানপুর ৬০ বিজিবি।
আটককৃতরা হলো, পাশ্ববর্তী কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর ( নাগরবাড়ি) গ্রামের সবুজ মিয়ার ছেলে মোঃ সাইদুর রহমান (২৪) ও শফিউল জান্নাত প্রকাশ সিয়াম ( ১৯) এবং একই জেলার কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহরিয়ার নাজিম জয় (১৯)। আটককৃতরা বুড়িচং থানার একটি হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী। আটককৃতদের বুড়িচং থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
সুলতানপুর ৬০ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রাম পুটিয়ায় সীমান্তের ২০৪৯/৭ এস নং পিলারের কাছ দিয়ে ভারতে পলায়নের চেষ্টা করে তিন যুবক। খবর পেয়ে সুলতানপুর ৬০ বিজিবি অধিনস্ত সীমান্তবর্তী খাদলা বিজিবি ক্যাম্পের জোয়ানরা অভিযান চালিয়ে শুন্য রেখার বাংলাদেশ অংশের ১০ গজ দুরত্বে ওই তিন যুবককে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুড়িচং থানায় যোগাযোগ করে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃত তিনজনই বুড়িচং থানার জগতপুর ( নাগর বাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের কন্যা ফাহিমা আক্তার আখি (২৩) হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী। বুড়িচং থানা মামলা নং- ০৯ । মামলার তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ ইং। আটকের পরে তিনজনকে বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি।
এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল জিয়াউর রহমান জানান, কসবার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পলায়নের চেষ্টাকালে হত্যা মামলায় অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত তিনজন যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি। সীমান্তে বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে তাদের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই তিন ওয়ারেন্টভুক্ত অপরাধীকে আটক করেছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সকল ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
