

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সাতটি অবৈধ করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
এই সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে সাতটি করাতকলের লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় কবির আহমদ ৩ হাজার টাকা সুগত বড়ুয়া ৫ হাজার টাকা, রহিম উদ্দিন ২ হাজার টাকা, গফুর ২ হাজার টাকা,আব্দুল হামিদ ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করার হয় এবং প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
