

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে একটি কুমির ভেসে থাকতে দেখা গেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে নদীর পানিতে কুমিরটি ভেসে উঠলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে নদীর মাঝখানে কুমিরটিকে ভেসে থাকতে দেখে নদী তীরবর্তী মানুষজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা একে অপরকে সতর্ক করতে শুরু করেন।
নিরাপত্তার কথা বিবেচনায় অনেকেই নদীতে গোসল ও নৌকা চলাচলের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ কেউ নদীর ধারে যাওয়া থেকেও বিরত থাকছেন।
এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। কুমিরটি কোথা থেকে এসেছে এবং এটি এখনও নদীতে রয়েছে কিনা—সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
