

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ১৩ জানুয়ারি সকালে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর এলাকায় মুক্তার হোসেন গ্রুপ ও আমজদ আলী গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষ হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বক্তারপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মুক্তার হোসেন ও আমজদ আলী গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ একে অপরের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
