

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সোনাই নদীতে নির্মিত অবৈধ বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন ইসলামপুর এলাকার পশ্চিম পাশে অবস্থিত সোনাই নদীতে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা মাটি ও বাঁশ দিয়ে নির্মিত একাধিক অবৈধ বাঁধ অপসারণ করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নদী দখল করে এসব বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, নদী দখল ও পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন
