বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোটের বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম
সাংবাদিকদের অবহিতকরণ সভা
expand
সাংবাদিকদের অবহিতকরণ সভা

আসন্ন গণভোট উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণভোটের সার্বিক প্রস্তুতি, আইনগত দিক, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

জেলা প্রশাসক বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম এ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে পারে। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান। তিনি আরও জানান, গণভোট বিষয়ে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে এবং সামনে তা আরও ব্যাপকভাবে জনসমক্ষে তুলে ধরা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসেম।

সভায় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি রুহল হাসান শরীফ, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আবু সালেহ মো. নুরুজ্জামান চৌধুরী, বাসসের প্রতিনিধি মো. নুরউদ্দিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম এবং দৈনিক ভোরের ডাক ও এনপিবি নিউজের প্রতিনিধি এম এ রাজা।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে গণভোট সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X