বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া কাভার্ড ভ্যানের বলি ইন্স্যুরেন্স কর্মকর্তা, গুরুতর আহত ভগ্নিপতি

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
বিপ্লব চন্দ্র শীল
expand
বিপ্লব চন্দ্র শীল

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত বিপ্লব চন্দ্র শীল উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজারের ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন।

​​পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে কবিরহাট যান বিপ্লব। কাজ শেষে সন্ধ্যায় তিনি তার ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে মোটরসাইকেল যোগে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। মোটরসাইকেলটি গলাকাটা পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

​ধাক্কায় বিপ্লব মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বিপ্লবের ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলও গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

​কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) থেকে কল পেয়ে তারা দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X