মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আপিল করে ভোটের দৌড়ে ফিরলেন কারাবন্দী শিমুল  

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ পিএম
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল
expand
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানি উপজেলার একাংশ) আসনের কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরের পর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহন করেন এবং শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই ব্যারিষ্টার নাজমুল আলম ।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোপালগঞ্জের মুকসুদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও গোপালগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলকে শাহবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে রিয়াজ মোর্শেদ অপু হত্যা মামলায় তাকে ওই দিন গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবীর জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরো জানান, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ অগাস্ট যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান অপু। ওই ঘটনায় তার খালা রুমা বেগম গত বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৮৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X