

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের কালীগঞ্জে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় রাহেবুল ইসলাম (৪৭) নামে এক স্কুটি আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেবুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লালমনিরহাট থেকে একটি ড্রাম ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রাহেবুল ইসলাম স্কুটি চালিয়ে বিপরীত দিক থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। স্কুটিটি কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাহেবুল ইসলাম গুরুতর আহত হয়ে অল্প সময়ের মধ্যেই মারা যান।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
