মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতার জানাজায় সালাহউদ্দিন ও ফারুক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
আলমগীর চৌধুরীর পিতার জানাজায় সালাহউদ্দিন ও ফারুক
expand
আলমগীর চৌধুরীর পিতার জানাজায় সালাহউদ্দিন ও ফারুক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীর পিতা চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ আহমদের (৮৪) জানাজায় শোকাহত মানুষের ঢল নেমেছে।

রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ, সাবেক সংদস্য এইচ এম সালাহউদ্দিন মাহমুদ, সাবেক মেয়র আলমগীর চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া পৌরসভা সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, কক্সবাজার জেলা জামায়াতের হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমির মোজাম্মেল হক, পৌরসভার আমির আরিফুল কবির, সেক্রেটারি কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X