মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পণ্যের মোড়কজাত সনদ গ্রহন ব্যাতিত খাবার তৈরীর অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল।

তিনি বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতীত বিস্কুট, পাউরুটি, কেক পণ্য বিক্রয় বিতরণের অপরাধে হাজীগঞ্জ বাজারের মিনহাজ ফুডস নামে প্রতিষ্ঠান মালিককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা, একই আইনে ইউনিক লাইভ বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও ফিল্ড অফিসার (সিএম) মো. রাজিব ফকির।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিদর্শক প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X