

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে গলাচিপা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম দফাদারের গণ অধিকার পরিষদে যোগদান।
দীর্ঘদিন শ্রমিক লীগে নেতৃত্ব দেওয়া এই নেতার দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গণ অধিকার পরিষদের প্রাথমিক সদস্য পদ পূরণের মাধ্যমে ইব্রাহিম দফাদার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সদস্য সচিব জাকির মুন্সির হাত ধরে তিনি দলে যোগ দেন।
দলীয় সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সুপরিচিত ও প্রভাবশালী শ্রমিক নেতা হিসেবে ইব্রাহিম দফাদারের ব্যাপক পরিচিতি রয়েছে। তাঁর গণ অধিকার পরিষদে যোগদান দলটির সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
ইব্রাহিম দফাদার বলেন, “আমি সাধারণ মানুষের অধিকার, শ্রমিকদের ন্যায্য দাবি এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে কাজ করতেই গণ অধিকার পরিষদে যোগ দিয়েছি। আশা করি দলটির আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে পারবো।”
মন্তব্য করুন
