মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

​শিবচরে টাস্কফোর্সের হানা: ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
ফেনসিডিলসহ গ্রেফতার মাদক কারবারি
expand
ফেনসিডিলসহ গ্রেফতার মাদক কারবারি

​মাদারীপুরের শিবচরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ আকাশ পাল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ​ গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা সক্রিয় অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে আকাশ পালের হেফাজত থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আকাশ পাল উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের সমীর পালের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X