মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
expand
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কাবিল হোসেন মন্ডল (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের গাজিরকুড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত বিভিন্ন আত্নীয়দের নিকট পৌঁছে দিতে হাতেম আলীসহ মোটরসাইকেলে বের হন। গাজিরকুড়া নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাবিল হোসেন পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত হাতেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X