মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
পুলিশের বিশেষ অভিযান
expand
পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রামের মীরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানায় অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল রোধে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ মালিকানাধীন যানবাহন শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে বারইয়ারহাট পৌর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

অভিযান চলাকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট কার্যক্রমে জোরারগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জোরারগঞ্জ ট্রাফিক জোনের কর্মকর্তা ও সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X