

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুরে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে সদরপুর উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের মৃত কাঞ্চন বেপারীর ছেলে আব্দুর ছত্তার বেপারী (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল ছত্তার বেপারী সোমবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুক চর মৌজার রাস্তা সংলগ্ন ১ নং সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে একটি বটগাছ কেটে নেন। পরে গাছ কর্তনের অপরাধে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ সালের আইন অনুয়ায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সরকারি জমি থেকে গাছ কাটা যে দণ্ডনীয় অপরাধ তা অনেকেরই জানা নেই। আজকে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি গাছ কাটার অপরাধে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন
