মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে আশ্রয় নিয়ে আনসারের দ্বারা ধর্ষণের শিকার গৃহবধু, আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
ধর্ষণের শিকার নারী
expand
ধর্ষণের শিকার নারী

মানিকগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৩টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চারজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন দম্পতি।

এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ১০ তলা ভবনের ভেতর নিয়ে যায়। এরপর দুই আনসার সদস্য মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী মেয়েটি তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীতায় তাঁরা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাঁদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X