মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার মোমিনপুরে রেললাইনে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
যুবকের মরদেহ উদ্ধার
expand
যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি এলাকায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে নীলমনিগঞ্জ রেলস্টেশনের কাছে টেংরামারি রেলগেট সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে মোমিনপুর ইউনিয়নের টেংরামারি জামে মসজিদ সংলগ্ন রেললাইনে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর রেলওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X