মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লংগদুতে ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
আটক চাঁদাবাজ
expand
আটক চাঁদাবাজ

রাঙ্গামাটির লংগদুতে জুয়াড়িদের আটকে নিজেদেরকে ডিজিএফআই পরিচয় দিয়ে নগদ অর্থ ও ব্যবহৃত মোবাইল হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ৪ যুবক।

রবিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদের পুলিশে দেওয়া হয়।

আটককৃতরা হলেন, বাইট্টাপাড়া এলাকার মৃত শাহাব উদ্দীনের ছেলে মো. ইকরাম হোসেন (২৭), খলিলুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম রাজু (২৪), মৃত আব্দুল সালামের ছেলে মো. ইয়াছিন (৩৪), এবং একই এলাকার মেহের আলীর ছেলে মো. শাহজাহান (৩৪)।

স্থানীয়ারা জানান, একপক্ষ জুয়া খেলার উদ্দেশ্যে উপজেলার মুসলিম ব্লক ও বাইট্টাপাড়ার মধ্যবর্তী সেগুনবাগান নামক এলাকায় উপস্থিত হলে অপরপক্ষের ৪ জন নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল জোরপূর্বক হাতিয়ে নেয় এবং মারধর করে বলে জানা গেছে।

এ বিষয়ে লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে জানান, আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X