মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ি আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
আটক জুয়াড়ি
expand
আটক জুয়াড়ি

ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযানে চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সালথা উপজেলার নটখোলা গ্রামের মো. মন্টু চৌধুরী (৫০), মো. নাছির মাতুব্বর (২৭), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মো. মাহাবুব সিকদার (৫০) এবং ময়েনদিয়া গ্রামের মো. ফারুক মোল্যা (৪৮)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নটখোলা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “আমার থানা এলাকায় কোনো ধরনের অপরাধী বা মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X