

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২২টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়।
থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো, পিরোজপুর সদর থানা থেকে ৭টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৫টি এবং নেছারাবাদ থানা থেকে ২টি মোবাইল ফোন।
এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধারকৃত টাকার মধ্যে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানান, জনগণের জানমাল রক্ষা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও জানানো হয়।
হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন
