

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনের সময় উপজেলা ও কেন্দ্রীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল সেনা ক্যাম্পের সিনিয়র সার্জেন্ট অফিসার মোরশেদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মৎস্য কর্মকর্তা, শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস।
সভায় আলোচনা করা হয় নির্বাচনী সময়ে যানজট নিরসন, নির্ধারিত অটো স্ট্যান্ড স্থাপন এবং নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সিদ্ধান্ত হয়, নির্বাচনের সময় উপজেলা ও কেন্দ্রীয় এলাকায় সব ধরনের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
