মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এলপিজি গ্যাসের তীব্র সংকট

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
এলপিজি গ্যাস
expand
এলপিজি গ্যাস

যশোর জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে এলপিজি গ্যাস সংকট। সেনা কল্যাণ সংস্থার সিলিন্ডার ছাড়া বড় কোনো কোম্পানির এলপিজি বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের।

কয়েকদিন আগে অতিরিক্ত দামে সীমিত পরিসরে গ্যাস মিললেও গত তিন দিনে অনেক ডিলার পুরোপুরি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ফলে দোকানিদের স্টক শেষ হয়ে গেছে। সরকারি নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা বেশি দিয়েও কাঙ্ক্ষিত সিলিন্ডার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

সংকটের প্রভাব পড়েছে ঘরোয়া রান্না থেকে শুরু করে যানবাহন, রেস্তোরাঁ, হোটেল ও বিভিন্ন অফিসে। বাসাবাড়িতে রান্নার গ্যাস না থাকায় অনেকেই বিদ্যুৎ কিংবা কাঠের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে।

রেস্তোরাঁ মালিকরা বলছেন, পর্যাপ্ত সিলিন্ডার না পাওয়ায় সময়মতো খাবার সরবরাহ করা যাচ্ছে না, কোথাও কোথাও রান্না চালাতে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, যমুনা, বসুন্ধরা, বেক্সিমকো ও ওমেরার মতো বড় কোম্পানিগুলো ১২ কেজির সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছে। যে পরিমাণ সিলিন্ডার মিলছে, তা-ও সীমিত এবং বেশি দামে।

কোনো কোনো ক্ষেত্রে ১০০টি অর্ডার দিলে ১০–১২টির বেশি সরবরাহ করা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক চাপের মুখে পড়েছেন, তেমনি ক্রেতাদের সঙ্গে প্রতিদিন বিবাদে জড়াতে হচ্ছে।

এলপিজি ব্যবসায়ী নেতারা বলছেন, সরকার নতুন দাম নির্ধারণের পর থেকেই সংকট বেড়েছে। যশোরে মাসে গড়ে প্রায় ৫০ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও বর্তমানে এর একটি অংশও বাজারে আসছে না।

গত কয়েক দিনে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। জেলার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার দোকানি, কর্মচারী ও সরবরাহকারী এই খাতের সঙ্গে যুক্ত থাকলেও সরবরাহ না থাকায় অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে।

আমদানিকারক ও শীর্ষ জ্বালানি ব্যবসায়ীরা সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞার পরোক্ষ প্রভাব এবং এলপিজি পরিবহনকারী জাহাজ সংকটকে দায়ী করছেন।

তাদের দাবি, আমদানি কমে যাওয়ায় স্টোরেজে মজুত শেষ হয়ে আসছে। ফলে যা আছে, তা রেশনিংয়ের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এতে পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়ে গিয়ে সরাসরি সিলিন্ডারের দামে প্রভাব ফেলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X