মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে দুই মাদক কারবারি আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড
expand
দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানিয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়। রোববার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিল।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X