মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের গুলিতে আহত আফরানের ওপর হামলার প্রতিবাদে টেকনাফে মানববন্ধন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
টেকনাফের হোয়াইক্যং স্টেশন সংলগ্ন এলাকায় মানববন্ধন
expand
টেকনাফের হোয়াইক্যং স্টেশন সংলগ্ন এলাকায় মানববন্ধন

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত স্কুলছাত্রী হুজাইফা সুলতানা আফরানের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং স্টেশন সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ হাইওয়ে সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে নির্বিচারে গুলিবর্ষণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানান।

তারা বলেন, সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি নিরীহ মানুষ আহত হওয়া চরম উদ্বেগজনক ও মানবতাবিরোধী।

মানববন্ধনে বক্তৃতাকালে মো. আলম বলেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

আলী হোসেন বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, মানববন্ধন থেকে আহত শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, তার পরিবারের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে যাতে আর কোনো নিরীহ মানুষ এমন হামলার শিকার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি বা আহত হওয়ার কারণ না হয়, সে জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন।

ঘটনার বিষয়ে আহত শিক্ষার্থীর পিতা জসিম উদ্দিন বলেন, গত রোববার আমার মেয়ে খেলতে বের হওয়ার সময় হঠাৎ করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি গুলি এসে তার মাথায় লাগে। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।

আমি আমার মেয়ের সুচিকিৎসা এবং সরকারের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, গতকাল মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফরান গুরুতর আহত হন। এ ঘটনায় টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X