মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‎সীমান্তে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার ‎

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক
expand
প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক

‎রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা নিয়ে গঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিওন।

এরমধ্যে রংপুর রেজিওনের সীমান্ত এলাকায় ডিসেম্বর মাসের অভিযানে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

এ সময় ৭০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার, গবাদিপশু উদ্ধার এবং মানব পাচার প্রতিরোধে করেছে বিজিবি। ‎ সোমবার (১২ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির একটি হলরুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

তিনি জানান, উত্তর-পশ্চিম রিজিওনের আওতাধীন রংপুর রেজিওনের সীমান্ত এলাকার গত এক মাসের (ডিসেম্বর) বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। ‎ ‎বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে উত্তর-পশ্চিম রিজিওনের ইউনিটগুলো পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গত এক মাসের (ডিসেম্বর) বিজিবি রংপুর রেজিওনের এই সাফল্যের চিত্র সাংবাদিকদের অবগত করতে বিভাগীয় প্রেস ব্রিফিং কুড়িগ্রামে হচ্ছে। ‎ ‎লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, উত্তর-পশ্চিম রিজিওনের আওতাধীন রংপুর রেজিওন প্রায় ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নগুলোর সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব সাফল্য অর্জিত হয়েছে।

অভিযানে আনুমানিক ৭ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮৯ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। ‎ ‎জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল ৬৯১ বোতল, বিদেশি মদ ৯৬১ বোতল, ইয়াবা ৩ হাজার ৬৩৪ পিস, গাঁজা ১৪০ দশমিক ১৫ কেজি, বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ ২৬ হাজার ২৬৫ বোতল, স্কাফ সিরাপ ৩ হাজার ১১৫ বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ২৬ হাজার ৮০৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন ২ হাজার ২৩৫ পিস, হেরোইন ৩০৪ গ্রাম এবং অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট ৫৫ হাজার ৩২৪ পিস। ‎ ‎এ ছাড়া সীমান্ত অপরাধ দমনে পরিচালিত অভিযানে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৯৭টি গবাদিপশু। এর মধ্যে ১৬৪টি গরু ও ৩৩টি মহিষ। পাশাপাশি জিরা, মোটরসাইকেল, কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ‎ ‎মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর মাসে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন নারী। একই সঙ্গে জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ‎ ‎বিজিবির এই কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর মাসে ১ হাজার ১২৫ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে ২ হাজার ৫৬৩টি সভা আয়োজন করা হয়। ‎ ‎প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, কুড়িগ্রাম ২২ বিজিবির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X