

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের শাহজাহানের দ্বীপ এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে হানিফ নামের এক জেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (১২ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জেলে হানিফ স্থানীয়ভাবে মাছ ধরার কাজে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্য দখলকে কেন্দ্র করে সশস্ত্র সংগঠন আরকান আর্মি (এএ)-এর সঙ্গে কয়েকটি রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনের সদস্যদের মধ্যে টানা সংঘর্ষ চলছিল। সংঘর্ষের জেরে সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর স্থানীয়রা গুরুতর আহত হানিফকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিপজ্জনক হয়ে উঠছে।
এ ব্যাপারে হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন সকালে মাইন বিস্ফোরণে একজেলে আহত হয়েছে বলে শুনেছি। এ ঘটনার জেরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক যান চলাচল বন্ধ ছিল। ঘন্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দে বলেন মাইন বিস্ফোরণে এক জেলে আহত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন
