মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে নবজাতকের লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল
expand
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে এক অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী যুবক হাসান জানান, বিকেল পাঁচটার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এ সময় পাশের ডাস্টবিন থেকে দুটি কুকুর নবজাতকের লাশ টানাটানি করতে দেখে বিষয়টি পুলিশকে জানান।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কে বা কারা নবজাতকের লাশটি সেখানে ফেলে গেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X