বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৮ডিগ্রি তাপমাত্রায় কাবু জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
৮ডিগ্রি তাপমাত্রায় কাবু জনজীবন
expand
৮ডিগ্রি তাপমাত্রায় কাবু জনজীবন

সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার প্রকৃতি। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ।

রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে সকালে সুর্যের দেখা মিলেছে। সুর্যের যতটুকু উত্তাপ আছে সেটুকুই আর্শীবাদ হয়েছে এ জনপদের শীর্তাত মানুষের।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৩%।, সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৬%।

গতকাল বুধবার ( ৩১ ডিসেম্বর) ছিল ৮ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালোতে রোগীর ভীড় বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান জানান, তাপমাত্রার এ অবস্থা আরো দু'একদিন বিরাজমান থাকতে পারে। আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে ১০ ডিগ্রির নীচে থাকবে। শৈত্য প্রবাহ চলমান থাকবে।

এরপর তিনদিন শৈত্যপ্রবাহ থাকবে না। তারপর আবার শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X