

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন বছরের প্রথম দিনেই টাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ককরা জানায়, নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখার অনুভূতি ব্যক্ত করে।
মন্তব্য করুন
