বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বালুর ট্রাক উল্টে নিহত ৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চারজন নিহত ও একজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮ দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলা হাটায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী ও পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন।

তারা জানান, সকালে ঝলমলিয়া বাজারের কলা হাটায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এসময় আরও একজন গুরুতর আহত হন।

ওসি মোজাম্মেল হক কাজী জানান, আমরা স্পটে ৩ জনের লাশ উদ্ধার করেছি। আরেক জনের বাড়ি নাটোরের দিকে আমরা আসার আগেই তার পরিচিত কেউ লাশটি নিয়ে গেছে বলে শুনতেছি এখন আমরা সিওর না। এবং আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের এখনও কারও নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X