বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
রাজবাড়ীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ
expand
রাজবাড়ীতে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ

রাজবাড়ীর কালুখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকের এক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আলমাস আলী (৩৫) নামে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাস আলী গোয়ালন্দ উপজেলার ছব্দুল খাঁ পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান। পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় আহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছব্দুল খাঁ পাড়ার আক্কাস আলীর ছেলে রিয়াদ (১৩), মেয়ে আকলিমা (১৭), নিহত আলমাস আলীর স্ত্রী লিজা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন (১১), দুলুর ছেলে সিয়াম (১২), স্ত্রী কমেলা বেগম (৪৬), করিমের ছেলে আক্কাস (৩৫) এবং রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের বশির মল্লিকের ছেলে জামিরুল (৪৫)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নসিমন চালক মুকুল বলেন, তিনি নাটোরের লালপুর উপজেলার কারি নুরুল ইসলামের ছেলে। তিনি জানান, আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। অপরদিকে তিনি নসিমনে করে নাটোর থেকে আলমাস আলীর পরিবারসহ গোয়ালন্দে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কালুখালী সাইনবোর্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির এক্সেল ভেঙে গিয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনাটি ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রীরা আহত হন এবং আলমাস আলী ট্রাকের চাকার নিচে পড়ে যান। পরে ট্রাকের ওপর থাকা সিমেন্ট সরিয়ে দীর্ঘ সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X