রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেখা নেই সূর্যের, শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষ
expand
শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষ

‎কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষ। গত দুই দিন থেকে দেখা মিলছে না সূর্যের। ঝরছে বৃষ্টির মতো কুয়াশা।

এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা। ‎ রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ‎ ‎গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের এ জেলাটিতে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় মিলছে না সূর্যের দেখা, জেলার মানুষের জনজীবন কাবু করে দিচ্ছে শীত।

সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের দেখা মিলছে পথেঘাটে। ‎ ‎পাবর্তীপুরের কৃষক মোকাররম বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি। দেখা মিলছে না সূর্যের। এতে কৃষিজমিতে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। এ ছাড়াও বীজতলার ক্ষতি হচ্ছে। ‎ ‎দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, হালকা বাতাস ও ঘন কুয়াশায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এই পরিস্থিতি আরো কয়েকদিন থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X