রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ এএম
দুমড়ে মুচড়ে যাওয়া লরি গাড়ী
expand
দুমড়ে মুচড়ে যাওয়া লরি গাড়ী

ঘন কুয়াশার কবলে পড়ে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহাসড়কে একটি লরির পেছনে আরেকটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে লরিচালক আব্দুল জব্বার (৩১) এবং চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে লরির সহকারী শাকিল (২২)।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনে থাকা যানবাহন স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ সময় চট্টগ্রামমুখী একটি লরির পেছনে থাকা আরেকটি লরি সজোরে ধাক্কা দেয়।

এতে পেছনের লরিটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই চালক আব্দুল জব্বারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সহকারী শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X