রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পিএম
দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ
expand
দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কার‌ণে রাজবাড়ীর দৌলত‌দিয়া ও মা‌নিকগ‌ঞ্জে‌র পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ করে‌ছে বিআইড‌ব্লিউ‌টি‌সি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার পর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথ স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X