রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৩ থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
expand
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত বুধবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেন রমজানুল করিম নামের এক ব্যক্তি। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, গত বুধবার একজন ব্যক্তি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থী নিজে উপস্থিত না থাকায় তখন বিষয়টি বিশেষভাবে নজরে আসেনি। জেলায় ১১টি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১০৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন—এমন আলোচনা থাকলেও পরে তিনি ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা জেলা জজ আদালতে একজন আইনজীবী সহকারী হিসেবে কর্মরত।

রমজানুল করিম বলেন, আসিফ মাহমুদের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আসিফ মাহমুদের পক্ষের কয়েকজন ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। তিনি ফরম তুলে তাঁদের কাছে দিয়ে দেন। তবে আসিফ মাহমুদ শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে আসিফ মাহমুদের চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। তবে মুরাদনগর আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে তাঁদের কোনো সিদ্ধান্ত হয়নি। আসিফ মাহমুদও এ বিষয়ে তাঁদের কিছু জানাননি। কীভাবে এই ফরম সংগ্রহ হয়েছে, সেটিও তাঁদের জানা নেই।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। এরপর তাঁরা কোন রাজনৈতিক ধারায় যুক্ত হচ্ছেন—তা নিয়ে আলোচনা শুরু হয়। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সর্বশেষ তথ্যানুযায়ী, ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে তিনি নিজেই সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X