

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাতের নিস্তব্ধতায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ব্রিটিশ আমলে কাঠের তৈরি বিপ্লব, বিটু, কপিল, কাজল, বাদল, রাসেদ, জাহেদ, হাসান, মিটু, টিটু, সোহেল চৌধুরী ও মঞ্জুর আলমের দ্বিতল বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মুক্তিযোদ্ধা রাশেদ মুহাম্মদ জানান, আগুনের ভয়াবহতায় ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি তাঁরা। আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া তাঁদের আর কিছুই অবশিষ্ট নেই।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা ছিল অত্যধিক। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।"
মন্তব্য করুন
