

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে রায়পুর উপজেলার পীরবাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্য দেন ই. রহমান, প্রতিষ্ঠাতা, গ্লোরিয়াস স্টুডেন্টস ফোরাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক পীর ফজলুল হক ইসলামিক ক্যাডেট একাডেমী
এবং ব্যারিস্টার এইচ এম তরিকুল ইসলাম সচল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন।এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়পুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর সুমন,এইচ এম রনি, জহির হোসেন, নুরুদ্দিন জাবেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগীরা।
উল্লেখ্য, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে গ্লোরিয়াস স্টুডেন্টস ফোরাম, রায়পুর, লক্ষ্মীপুর-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্তব্য করুন
